খুব বিরক্ত করছো
– শাহ্জাহান মানিক
ইদানিং খুব বিরক্ত করছো
হৃদয়ের এক পাশে তাই
কষ্টেরা আসর জমাতে বেশি ব্যস্ত।
খুব বিরক্ত করছো ইদানিং তুমি
ঘুমে নিঘুর্মে যখন তখন দিচ্ছো উঁকি…
সময়জ্ঞান বুঝছো না এতোটুকো
যখন তখন ভাবাচ্ছো…
ইদানিং তাই বেড়েছে রাতজাগা বড্ড।
ইদানিং আমার একলা আকাশে
বিষাদেরা ঘুড়ি উড়ায় ইচ্ছে মতো
তোমার স্পর্শের অভাব মিটছে না আর
নিকোটিনের ধোঁয়ায় সামান্যও…
চোখের পাতা দু’টো লাফাচ্ছে
ক’দিন ধরে অনেক বেশি
তাহলে কি ইদানিং আমায়
খুব বেশি তুমি মনে করছো?
২৩/১০/২০১৯ < শাহ্জাহান মানিক>
а gߋod speed of play and tһe rooms are varied, to қeep the
excitement ցoing