বিরহের কবিতা: খুব বিরক্ত করছো

বিরহের কবিতা : খুব বিরক্ত করছো

কবিতা

খুব বিরক্ত করছো

 – শাহ্জাহান মানিক

 

ইদানিং খুব বিরক্ত করছো
হৃদয়ের এক পাশে তাই
কষ্টেরা আসর জমাতে বেশি ব্যস্ত।
খুব বিরক্ত করছো ইদানিং তুমি
ঘুমে নিঘুর্মে যখন তখন দিচ্ছো উঁকি…
সময়জ্ঞান বুঝছো না এতোটুকো
যখন তখন ভাবাচ্ছো…
ইদানিং তাই বেড়েছে রাতজাগা বড্ড।
ইদানিং আমার একলা আকাশে
বিষাদেরা ঘুড়ি উড়ায় ইচ্ছে মতো
তোমার স্পর্শের অভাব মিটছে না আর
নিকোটিনের ধোঁয়ায় সামান্যও…
চোখের পাতা দু’টো লাফাচ্ছে
ক’দিন ধরে অনেক বেশি
তাহলে কি ইদানিং আমায়
খুব বেশি তুমি মনে করছো?

২৩/১০/২০১৯ < শাহ্জাহান মানিক>

Sharing is caring!

Shajahan Manik

ইংরেজি প্রভাষক শাহ্জাহান মানিক একাধারে কবি, লেখক, গবেষক ও অনুবাদক। একাধিক কাব্যগ্রন্থ ছাড়াও তার অনুদিত বইয়ের সংখ্যা ১০টি। এছাড়া সায়েন্স ফিকশন, সম্পাদনা, ছোটদের বইয়ের পাশাপাশি তার রয়েছে ইংরেজি শেখার বই। তার সর্বশেষ প্রকাশিত গ্রন্থ হচ্ছে- মানব কল্যাণে মুসলিম বিজ্ঞানীদের অবদান।

https://besorgo.com

3 thoughts on “বিরহের কবিতা : খুব বিরক্ত করছো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *