স্বাধীনতা ! একটি কান্না
-শাহ্জাহান মানিক
মাথায় গামছা বাধা সেই ছেলেটির কথা
প্রায়শ:ই মা আমাকে গল্পে বলতেন
আমি অবাক হয়ে শুনতাম…
আর ভাবতাম আবার কেন মুক্তিযুদ্ধ আসে না!
প্রায়শ:ই তার মুখে শুনতাম রহিমা খালার কথা
যিনি তার বান্ধবী ছিলেন…
সে গল্পের মাঝপথে মা থেমে যেতেন হঠাৎ
দেখতাম তার চোখে জল, লুকাতে ব্যস্ত,
অবাক হয়ে তখন ভাবতাম অশ্রু কেন?
গল্প বলার সময় কি আর কাঁদতে হয়? আশ্চর্য!
আজ মা নেই। কিন্তু তার সে গোপন কষ্টকে
তার সে অদৃশ্য ব্যাথাকে বুঝেছি দেরী হলেও
বুঝেছি; স্বাধীনতা!
তুমি আমার রহিমা খালার সম্ভ্রম হারানো ফসল;
স্বাধীনতা!
তুমি সেই মুক্তিযোদ্ধা- হারিয়ে যাওয়া
অচেনা বালকের গামছা নয় যেন এক পতাকা।
স্বাধীনতা! তুমি আমার মায়ের কান্না
গল্পছলে না বলা মনের যতো কথা
আর পরম সোহাগে সন্তানকে বুকে জড়িয়ে ধরা !
(সংক্ষেপিত)
০৪/০৩/২০১৫
nice and touching poem