জীবনমুখী কবিতা

জীবনমুখী কবিতা: শিক্ষা

কবিতা সাহিত্য

শিক্ষা

  – শওকত জুয়েল

বর্ণমালা নাকি ক্ষুধা
কোনটা দেয় শিক্ষা
টাই পরে হাতপাতা
উৎকোচ না ভিক্ষা।

সাদা নাকি কালো
কোনটা বেশি ভালো
প্রদীপ তলে অন্ধকার
চারপাশ তার আলো।

ধর্ম নাকি কর্ম
কোনটা আসল ঠাঁই
ধর্ম নীতি কর্ম মানে
শাস্ত্রে লেখা পাই।

অধর্ম জয়ী হয়
সদা কর্ম দোষে
ধর্মের নামে রক্ত ঝরে
আমার সোনার দেশে।

Sharing is caring!

Shajahan Manik

ইংরেজি প্রভাষক শাহ্জাহান মানিক একাধারে কবি, লেখক, গবেষক ও অনুবাদক। একাধিক কাব্যগ্রন্থ ছাড়াও তার অনুদিত বইয়ের সংখ্যা ১০টি। এছাড়া সায়েন্স ফিকশন, সম্পাদনা, ছোটদের বইয়ের পাশাপাশি তার রয়েছে ইংরেজি শেখার বই। তার সর্বশেষ প্রকাশিত গ্রন্থ হচ্ছে- মানব কল্যাণে মুসলিম বিজ্ঞানীদের অবদান।

https://besorgo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *