শিক্ষা
– শওকত জুয়েল
বর্ণমালা নাকি ক্ষুধা
কোনটা দেয় শিক্ষা
টাই পরে হাতপাতা
উৎকোচ না ভিক্ষা।
সাদা নাকি কালো
কোনটা বেশি ভালো
প্রদীপ তলে অন্ধকার
চারপাশ তার আলো।
ধর্ম নাকি কর্ম
কোনটা আসল ঠাঁই
ধর্ম নীতি কর্ম মানে
শাস্ত্রে লেখা পাই।
অধর্ম জয়ী হয়
সদা কর্ম দোষে
ধর্মের নামে রক্ত ঝরে
আমার সোনার দেশে।