প্রেমের কবিতা

প্রেমের কবিতা: গালিবের ইচ্ছা অনিচ্ছা

কবিতা

গালিবের ইচ্ছা অনিচ্ছা

     – আবু হেনা মোস্তফা কামাল

যখন তিনি থাকবেন না
তখনো মেয়েরা অষ্টাদশী হবে,
এই কথা ভেবে গালিব খুব কষ্ট পেয়েছিলেন
এবং তিনি স্বর্গে যেতে অনিচ্ছুক ছিলেন এই
অযুহাতে যে, সেখানে কোন যুবতী হুরী নেই
সকলেরই বয়স হাজার বছর।
মৃত্যুর পরে আল্লাহ যখন তিরস্কার করবেন
যাবতীয় পাপের জন্য, তখন গালিব
স্থির করে রেখেছিলেন, বলবেন,
হে প্রভু, যেসব গুনাহ এখনো করতে পারিনি
তা করার জন্য আমাকে আরেকবার পৃথিবীতে যেতে দিন।
গালিব আমার প্রিয় কবি এবং
সেজন্য সবসময় বড় লজ্জ্বার ভেতরে থাকি
কেননা, আমি কখনোই তার মত সাহসী হতে পারব না।

 

কবি পরিচিতি :
বরেণ্য শিক্ষাবিদ, কবি ও লেখক আবু হেনা মোস্তফা কামাল তৎকালীন পাবনা জেলা বর্তমানে সিরাজগঞ্জ নাগরৌহা গ্রামে ১৯৩৬ সালের ১২মার্চ জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলা একাডেমীর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার কবিতা ও গানে আধুনিক শিল্প চর্চার এক পরিশিলিত রূপের দেখা মেলে। ‘তুমি যে আমার কবিতা’, ‘অনেক বৃষ্টি ঝরে’,অশ্রু দিয়ে লিখা এই গান ভুলে যেও না, ‘নদীর মাঝি বলে’, ‘অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা’,‘এই বাংলার হিজল তমালে’র মত অনন্য সৃষ্টি রয়েছে আবু হেনা মোস্তফা কামালের।
ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ১৯৮৭ সালে তিনি একুশে পদকে ভুষিত হন।
১৯৮৯ সালের ২৩শে সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে এই গুণী ব্যক্তির ঢাকায় মৃত্যু হয়।

Sharing is caring!

Besogo Editor

বাংলাভাষী পাঠকের ব্যস্ত দৈনন্দিন জীবনকে আরো বেশি উপভোগ্য, ছন্দময় ও জ্ঞাত করার প্রয়াসে বিসর্গ নামক এই বাংলা পোর্টালের সৃষ্টি। কৃতজ্ঞতার সাথে বিসর্গ টিম সকল লেখক ও কন্ট্রিবিউটরের অবদান স্মরণ করে। বিশেষ করে উপরের সংগৃহিত পোস্টটির জন্য লেখক সহ সকলের কাছে বিসর্গ কৃতজ্ঞতা প্রকাশ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *