গালিবের ইচ্ছা অনিচ্ছা
– আবু হেনা মোস্তফা কামাল
যখন তিনি থাকবেন না
তখনো মেয়েরা অষ্টাদশী হবে,
এই কথা ভেবে গালিব খুব কষ্ট পেয়েছিলেন
এবং তিনি স্বর্গে যেতে অনিচ্ছুক ছিলেন এই
অযুহাতে যে, সেখানে কোন যুবতী হুরী নেই
সকলেরই বয়স হাজার বছর।
মৃত্যুর পরে আল্লাহ যখন তিরস্কার করবেন
যাবতীয় পাপের জন্য, তখন গালিব
স্থির করে রেখেছিলেন, বলবেন,
হে প্রভু, যেসব গুনাহ এখনো করতে পারিনি
তা করার জন্য আমাকে আরেকবার পৃথিবীতে যেতে দিন।
গালিব আমার প্রিয় কবি এবং
সেজন্য সবসময় বড় লজ্জ্বার ভেতরে থাকি
কেননা, আমি কখনোই তার মত সাহসী হতে পারব না।
কবি পরিচিতি :
বরেণ্য শিক্ষাবিদ, কবি ও লেখক আবু হেনা মোস্তফা কামাল তৎকালীন পাবনা জেলা বর্তমানে সিরাজগঞ্জ নাগরৌহা গ্রামে ১৯৩৬ সালের ১২মার্চ জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলা একাডেমীর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার কবিতা ও গানে আধুনিক শিল্প চর্চার এক পরিশিলিত রূপের দেখা মেলে। ‘তুমি যে আমার কবিতা’, ‘অনেক বৃষ্টি ঝরে’,অশ্রু দিয়ে লিখা এই গান ভুলে যেও না, ‘নদীর মাঝি বলে’, ‘অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা’,‘এই বাংলার হিজল তমালে’র মত অনন্য সৃষ্টি রয়েছে আবু হেনা মোস্তফা কামালের।
ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ১৯৮৭ সালে তিনি একুশে পদকে ভুষিত হন।
১৯৮৯ সালের ২৩শে সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে এই গুণী ব্যক্তির ঢাকায় মৃত্যু হয়।