এ পি জে আব্দুল কালামের ২৫টি সেরা অনুপ্রেরণামূলক উক্তি

এ পি জে আব্দুল কালামের ২৫টি সেরা অনুপ্রেরণামূলক উক্তি

পাচমিশালী মোটিভেশন
ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রখ্যাত বিজ্ঞানী এ পি জে আব্দুল কালাম ছিলেন এক অনুপ্রেরণার প্রতীক। তাঁর জীবন ও কাজ আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং স্বপ্ন দেখার সাহস কিভাবে জীবনে সফলতার পথে এগিয়ে নিতে পারে। “মিসাইল ম্যান” হিসেবে খ্যাত কালামের উক্তিগুলি জ্ঞানের গভীরতা এবং জীবনের সার্থকতা উপলব্ধি করাতে সাহায্য করে।
এই পোস্টে আমরা আব্দুল কালামের ২৫টি সেরা অনুপ্রেরণামূলক উক্তি উপস্থাপন করছি, যা আপনার জীবনের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সহায়ক হবে।

 

পরমাণু বিজ্ঞানী এ পি জে আব্দুল কালাম ১৯৩১ সালের জন্ম ১৫ অক্টোবর ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে জন্মগ্রহন করেন। তাঁর পুরো নাম আবুল পাকির জয়নুল-আবেদিন আব্দুল কালাম। তিনি ছিলেন একাধারে বিজ্ঞানী, লেখক ও সমাজচিন্তক, ছিলেন ভারতীয় প্রজাতন্ত্রের একাদশ রাষ্ট্রপতি (২০০২ – ২০০৭)। তার জীবদ্দশায় ৮৪ বছরের দীর্ঘ ও সফল কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা ও দর্শন থেকে আমাদের জন্য রেখে গেছেন অসংখ্য মহামূল্যবাঅনুপ্রেরণামূলক উক্তি ২০১৫ সালের ২৭ জুলাই তিনি মারা যান।

এ পি জে আব্দুল কালামের ২৫টি সেরা অনুপ্রেরণামূলক উক্তি

১. স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটা যা তোমাকে ঘুমোতে দেয় না।
২. তুমি যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে আগে সূর্যের মতো পুড়তে শেখো।
৩. প্রথম সাফল্যের পর বসে থেকো না। কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে।
৪. বৃষ্টি শুরু হলে সব পাখিই কোথাও না কোথাও আশ্রয় খোঁজে। কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়।
৫ .জীবনের অভিজ্ঞতা দিয়ে মূলত চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আমি আলোকপাত করি। সেগুলো হলো: জীবনের লক্ষ্য নির্ধারণ, জ্ঞান আহরণ, অনেক বড় সমস্যায় পড়লেও লক্ষ্য থেকে সরে না আসা এবং কোনো কাজে সাফল্য ও ব্যর্থতা দুটোকেই নেতৃত্বগুণে সামাল দিতে পারা।
৬. কেউ তার ভবিষ্যৎ বদলাতে পারে না, তবে অভ্যাস বদলাতে পারে। আর অবশ্যই অভ্যাস ভবিষ্যৎ বদলে দিতে পারে।
৭. জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে।
৮. কাউকে হারিয়ে দেয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারোর মন জয় করা। সেই চেষ্টা করা উচিত সবসময়।
৯. ফেল করে হতাশ হয়ো না। ইংরেজি শব্দ ফেল ‘Fail’ মানে ‘First Attempt in Learning’ অর্থাৎ ‘শেখার প্রথম ধাপ’। বিফলতাই তোমাকে সফল হবার রাস্তা দেখিয়ে দেবে।
১০. সমাপ্তি মানেই শেষ নয়। ‘END’ শব্দটির মানে হচ্ছে ‘Effort Never Dies’ অর্থাৎ ‘প্রচেষ্টার মৃত্যু নেই’।
১১. একটি ভালো বই একশ ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান।
১২ জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে।
এ পি জে আব্দুল কালামের অনুপ্রেরণামূলক উক্তি
১৩. একটি দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয় ও দেশের সব মানুষকে যদি সুন্দর মনের করে গড়ে তুলতে হয় তাহলে আমি মনে করি সমাজের তিন ধরনের মানুষ সে কাজটি করতে পারেন। তারা হলেন- একজন বাবা, একজন মা এবং একজন শিক্ষক।
১৪. উপযুক্ত সময় আসবে এটা ভেবে বসে থাকবে না, খারাপ সময়গুলোকে নিজে থেকে উপযুক্ত বানাও তাহলে দেখবে জীবনে কোনো কষ্ট থাকবে না।
১৫. সমস্যা এলে কখনো এড়িয়ে যাবে না। মুখোমুখি রুখে দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাহীন জয়ে কোন আনন্দ নেই। আর সব সমস্যার সমাধান আছে।
১৬. আমি সুদর্শন ব্যক্তি নই। কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সাহায্য প্রয়োজন। সৌন্দর্য মানুষের হৃদয়ে থাকে, মুখে বা বাইরে নয়।
১৭. একটা কথা সবসময় মাথায় রাখবে যে জীবনে সমস্যা থাকবেই। আর সমস্যার প্রয়োজনও আছে। সমস্যা আছে বলেই সাফল্য পাওয়ার পর এত আনন্দ হয়।
১৮. যারা মন থেকে কাজ করে না, তাঁরা আসলে কিছুই অর্জন করতে পারে না। আর করলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা। তাতে সব সময়ই একরকম তিক্ততা থেকে যায়।
১৯. তুমি যদি তোমার কাজকে স্যালুট করো, দেখো তোমাকে আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা কর, ফাঁকি দাও, তাহলে তোমার সবাইকে স্যালুট করতে হবে।
২০. যে মানুষগুলো তোমাকে বলে, “তুমি পারো না” বা “তুমি পারবেই না”, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে; তুমি পারবে।
২১. উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান। কিন্তু সংকীর্ণমনস্করা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে।
২২. টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালাে পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়৷ টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞানকে নয়৷ টাকা তােমায় অনেক বন্ধু দেবে, কিন্তু ভালােবাসা নয়।
২৩. জীবনে কঠিন সব বাঁধা আসে, তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভীতরের লুকোনো অদম্য শক্তিকে অনুধাবন করাতে। বাঁধাসমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নও।
২৪. যে ভালো শিক্ষার্থী যে সবসময় প্রশ্ন করে। প্রশ্ন করার সুযোগ করে দেওয়া উচিত। তা না হলে কেউ শিখতে পারে না।
২৫. প্রতিদিন সকালে এই পাঁচটা লাইন বলো:
                                        ১) আমি সেরা
                                        ২) আমি করতে পারি
                                        ৩) সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছে
                                        ৪) আমি জয়ী
                                        ৫) আজ দিনটা আমার
এ পি জে আব্দুল কালামের জীবন ও কাজ অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার ২৫টি সেরা উক্তি থেকে আমরা স্বপ্ন দেখা, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং মানবতার প্রতি ভালোবাসার মতো জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলোর শিক্ষা পাই। এই উক্তিগুলি আমাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার জন্য সাহস ও প্রেরণা জোগায়। এ পোস্টটি কালামের দর্শন এবং মূল্যবোধকে উপলব্ধি করার একটি চেষ্টা, যা আপনার চিন্তাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

Sharing is caring!

Shajahan Manik

ইংরেজি প্রভাষক শাহ্জাহান মানিক একাধারে কবি, লেখক, গবেষক ও অনুবাদক। একাধিক কাব্যগ্রন্থ ছাড়াও তার অনুদিত বইয়ের সংখ্যা ১০টি। এছাড়া সায়েন্স ফিকশন, সম্পাদনা, ছোটদের বইয়ের পাশাপাশি তার রয়েছে ইংরেজি শেখার বই। তার সর্বশেষ প্রকাশিত গ্রন্থ হচ্ছে- মানব কল্যাণে মুসলিম বিজ্ঞানীদের অবদান।

https://besorgo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *