এক কোটি বছর তোমাকে দেখি না
— মহাদেব সাহা
এক কোটি বছর হয় তোমাকে দেখি না
একবার তোমাকে দেখতে পাবো
এই নিশ্চয়তাটুকু পেলে-
বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার
হবো ভরা দামোদর
… কয়েক হাজার বার পাড়ি দেবো ইংলিশ চ্যানেল;
তোমাকে একটিবার দেখতে পাবো এটুকু ভরসা পেলে
অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর,
ছুটে যবো নাগরাজ্যে পাতালপুরীতে
কিংবা বোমারু বিমান ওড়া
শঙ্কিত শহরে।
যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি
অনায়াসে হেঁটে পাড়ি দেবো,
কাঁটাতার ডিঙাবো সহজে, লোকলজ্জা ঝেড়ে মুছে
ফেলে যাবো যে কোনো সভায়
কিংবা পার্কে ও মেলায়;
একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে
এক পৃথিবীর এটুকু দূরত্ব
আমি অবলীলাক্রমে পাড়ি দেবো।
তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার
আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না।
কবি পরিচিতি:
বিশিষ্ট বাংলাদেশী কবি মহাদেব সাহা তার রোমান্টিক গীতিকবিতা এবং আবেগের ঘনীভূত প্রকাশের জন্য পরিচিত। তিনি দৈনিক ইত্তেফাক-এ সাংবাদিকতা করতেন। ৫ আগস্ট ১৯৪৪ সালে সিরাজগঞ্জ জেলার ধানঘরা গ্রামে জন্ম গ্রহন করেন। তার প্রথম কাব্যগ্রন্থের নাম ‘এই গৃহ এই সন্ন্যাস’। তিনি প্রায় ১৩০টিরও বেশি বই লিখেছেন, যার মধ্যে কাব্যগ্রন্থ, শিশু-কিশোরদের জন্য কবিতার বই উল্লেখযোগ্য।
বাংলা সাহিত্যে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২১ সালে স্বাধীনতা দিবস পুরস্কার ও ২০০১ সালে একুশে পদক লাভ করেন। ২০১৬ সাল থেকে তিনি কানাডায় বসবাস করছেন।