প্রেমের কবিতা: বাবুই পাখির মতন

প্রেমের কবিতা: বাবুই পাখির মতন

কবিতা

প্রেমের কবিতা

বাবুই পাখির মতন

শওকত জুয়েল

নিপূণ কারুকাজ আর
সূক্ষ্ম বুটিক বুনন,
বাঁধবি নাকি ছোট্ট নীড়
বাবুই পাখির মতন।
বৈধতার দেয়াল বেয়ে
আসবি এ ভূবনে,
আটপৌঢ়ে ধারনা সব
ফেলবি মুছে মনে।
কলমি লতা রক্ত জবা
নয়তো গোলাপ গাঁদা,
বিনি সূঁতোয় দু’জন মিলে
গাঁথবো আধা-আধা।
তোর পানে রাখবো চোখ
অনেকটা সময়,
কষ্ট নামের নষ্ট পাহাড়
হয়ে যাবে ক্ষয়।
আমার পৃথিবী আজ
করবো তোকে নিলাম
উজাড় করে দিবি বল
ভালোবাসার দাম।
সাতপাঁকে গোলক ধাঁ-ধাঁ’য়
পড়বি যখন বাঁধা,
আমি হলে ঘনশ্যাম
হবি তুই রাধা?

Sharing is caring!

Shajahan Manik

ইংরেজি প্রভাষক শাহ্জাহান মানিক একাধারে কবি, লেখক, গবেষক ও অনুবাদক। একাধিক কাব্যগ্রন্থ ছাড়াও তার অনুদিত বইয়ের সংখ্যা ১০টি। এছাড়া সায়েন্স ফিকশন, সম্পাদনা, ছোটদের বইয়ের পাশাপাশি তার রয়েছে ইংরেজি শেখার বই। তার সর্বশেষ প্রকাশিত গ্রন্থ হচ্ছে- মানব কল্যাণে মুসলিম বিজ্ঞানীদের অবদান।

https://besorgo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *